সময়ের ইতিহাস
ধীরেন গোস্বামী
24/06/23
সময়ের ঘড়ি সতত সচল
চলে সে আপন ছন্দে,
রাতের শেষে সকাল দুপুর
বিকাল গড়ালে সন্ধ্যে।
শৈশব কৈশোর যৌবন যায়
এসে বার্ধক্য করে গ্রাস,
সময়ের তালে ব্রহ্মাণ্ড চলছে
লেখা থাকে ইতিহাস।
মানুষ আমরা নিমিত্ত মাত্র
এই জীবনের খেলাঘরে,
যতনে সাজাই সেই খেলাঘর
সবই হেথা থাকে পড়ে।
আমার আমার দুই চারিদিন
কতো না হিংসা দ্বন্দ্ব,
মনুষ্যত্বের চেতনা জাগে না
চোখ থাকিতেও অন্ধ।
কিছুই যখন যাবে না সঙ্গে
তবু নাও লুটেপুটে,
গোরে নাহয় চিতার আগুনে
শেষ হয় শ্মশান ঘাটে।
পেয়েছ অমূল্য মানব জীবন
সময় যে বড়ো অল্প,
তাই মানবিকতার কর্মটা হোক
জীবনের শ্রেষ্ঠ গল্প।
No comments:
Post a Comment