শ্রমিক বিহীন, কর্মহীন জগৎ
মহিদুর জামান
১২/০৫/২৩ ইং
তোমাদের শ্রমে, মরুর বুকে শহর
পাহাড় সমান ভবন।
তোমরাই গড়ছো - ঝলমলে অট্টালিকা
বাসযোগ্য এ ভুবন ।
মেহনত করো দেশ ও দশের
সকাল- সন্ধ্যা বেলা।
শ্রমিক বিহীন, কর্মহীন জগৎ
যেন চাবি ছাড়া, এক তালা।
টপটপ করে, ঝরছে ঘাম
চলছে কাজ অবিরত।
সুযোগ পেয়ে, ফাঁকি না দিয়ে
কাজ থেকে তুমি হওনি বিরত।
সামান্য মজুরি, বাসি পচা খাবার
তোমার জন্য করে অপেক্ষা।
দূরে সরে যাও, দুর্গন্ধ শরীর
সকলে করে উপেক্ষা।
ন্যায্য মজুরি, যোগ্য সম্মান
সময়ের এখন দাবী।
ভেদাভেদ নয়, সকলে সমান
শ্রমিক- মালিক সবি।
তোমাদের নিয়েই, আমরা বাঁচি
রবে না বৈষম্য - ভেদাভেদ।
শ্রমিক - মালিক ভাই ভাই
ঘুচে যাক, সব মতভেদ।।
No comments:
Post a Comment