প্রেতাত্মা লোকালয়
শ্রী বিষ্ণু দেব
-------------------------
হৃদাকাশে অজানা ভূমিকম্পের অনুভূতি
নোনা শরীরে আহ্বান জানালো আলিঙ্গন,
ঝাঁপিয়ে পড়ছে অক্টোপাসের কল্পনা রূপ,
মূর্তিমান নিজ পরিমণ্ডলের বাহিরে ৷
চারদিকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতার দ্বার,
মানুষ খুঁজে বেড়ায় সত্যিকার মানুষের সঙ্গ,
প্রেতাত্মারা লোকালয় প্রান্তরে দিব্যি ঠাঁই,
একাকীত্ব বোবাস্বরে স্থিরতায় করে আঘাত ৷
চলমান পৃথিবী অন্ধকার স্তম্ভিত ভয় বিষাদে,
একের পর এক সহস্র জন ভুল পথের পথিক,
অসুর পথে ক্রমে বিবেক বুদ্ধির বীভৎস রূপ,
বিবেকের অকাল ধরায় ধোঁয়াময় চারদিক ৷
চলমান মনুষ্যত্বের তপ্ত গগন ঘেষি হাহাকার,
জ্বালাতনে বিদীর্ণ মানবতার রূপ জৌলুস,
গুরুগম্ভীর আওয়াজ বজ্র বিদ্যুৎ শ্রীভূমি পতিত,
দ্বিমুখী স্বার্থান্বেষী পূর্ণ ধরা অসুর বাহক ৷
No comments:
Post a Comment