মানস স্বামী
দেবী চৌধুরী
--------------------
মন মন্দিরে যতন করে রাখা তোমার ছবি,
তুমি আমার স্মরণ করা প্রথম প্রণাম রবি।
ঘুম ভেঙ্গে মোর হাসি ফুটে তোমায় মনে পড়ে,
এলোকেশে ছুটি বাগে তোমার নামটি ধরে ।
হৃদ মাঝারে দিবানিশি থাকো মনের সাজে,
ভালোবাসার আসন নিয়ে ভুলাও আপন কাজে।
নয়ন জলে করি পূজা প্রেমের আসন পেতে,
পুষ্প লয়ে অঞ্জলিতে থাকি সদাই মেতে।
মনে মনে ভালোবাসি মনের ক্রন্দন সুরে,
মনের ঘরে কাব্য পাতায় আছো মালার ডোরে।
হিয়ার মাঝে বাজাও বাঁশি প্রেম রাগিনী তানে,
ভেসে বেড়াই তোমার প্রেমে ভাসি প্রেমের বানে।
মনেপ্রাণে চেয়েছি গো তোমায় ভালোবেসে,
তোমার হাসির গানের লিপি প্রাণে বাঁধে শেষে ।
সারাদিবস মনের দ্বারে বেড়াও হেসে খেলে,
তোমার কথা ভেবে চলি আঁখি দুটি মেলে।
ফুল তুলিতে তোমায় ভাবি কাঁটাই ফুলের বাগে,
মনের স্বামীর ভালবাসা জাগে অসীম রাগে।
মনে পড়ে শাসন বারণ মধুর প্রীতির কথা,
মন মন্দিরে থাকবে সদা থাকো যথা তথা।
No comments:
Post a Comment