Sunday, August 8, 2021

সুমনা মন্ডল

প্রকৃত অন্ত্যমিল
সুমনা মণ্ডল
-----------------------------


বাস্তব থাক রাজপ্রাসাদে
        স্বপ্ন কুঁড়ে ঘরে, 
মুহূর্তেরা থমকে থাকুক
          নষ্ট অবসরে ।
ঘুমের দেশে স্বপ্ন ছুঁয়ে
        তন্দ্রা ফিরুক ঘরে, 
বাদল চিরে বর্ষা নামুক
         ক্লান্ত শহর জুড়ে ।
অলস কলম ভেঙ্গে আড়মোড়া
          করুক চিৎকার, 
স্তব্ধতাকে হনন করুক
           নীরব অন্ধকার ।
ছন্দ ভাঙ্গুক গণ্ডী তার ই
            কাব্য অনাবিল, 
শিহরণ জাগা শব্দ গড়ুক
             প্রকৃত অন্ত্যমিল ।

No comments: