প্রসাদ গুহ
পাট ভিজেছে জলে
●●●●●●●●●●●●●●●●●●●●●●●
পাট ভিজেছে জলে
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
বৃষ্টি ঝরে আষাঢ় মাসে
পাটের ক্ষেতে জল
জল নেচেছে ফেনিল সাদা
কী মজা তুই বল!
আলের গালে জলের চুম্বন
মুখ তুলে আল চায়
গলা জলে স্নাত হয়ে
মেঠো জল খায়।
পাট ভিজেছে সিক্ত গায়ে
তৃষ্ণা মেটায় ধড়ে
লম্বা সরু এক পায়েতে
দাঁড়িয়ে শোভা ভরে।
স্নিগ্ধ সবুজ পাটের ক্ষেতে
জল টলমল করে
ভেকের ডাকে ছন্দে বিভোর
উদাসী আষাঢ় ঝরে।
পাতার গায়ে জলের লেপন
রূপোলি ফোঁটায় পড়ে
টপটপিয়ে জল পড়ছে ক্ষেতে
মেঠো জল নড়ে।
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
No comments:
Post a Comment