জামাইষষ্ঠীর ধুম
------------------------
তপন কুমার পাল
-------------------------
জামাইষষ্ঠী মধুমাসে
আবেগ ভরা পরব,
ইহা নিয়ে বাঙ্গালীদের
আছে অনেক গরব।
নতুন জামাই আসবে বলে
খুশির জোয়ার ঘরে,
জামাইষষ্ঠীর আজকে যেনো
আনন্দ না ধরে।
ছোটো বড়ো সবাই মিলে
আনন্দে যায় ভেসে,
অবশেষে জামাই এলো
খানিক মিষ্টি হেসে।
শাশুড়ির মান রাখতে জামাই
আনলো নতুন শাড়ি,
শাড়ি পেয়ে শাশুড়ি মা
হলেন খুশি ভারী।
জামাই মেয়ে সবাই মিলে
হবে ভারী মজা,
জামাই তরে শাশুড়ি মা
বানায় মিষ্টি গজা।
No comments:
Post a Comment