জামাই ষষ্ঠী
----------------
ধীরেন গোস্বামী
--------------------
মনটা পড়ে আছে শ্বশুর ঘরে
গিন্নি গেছে বাপের বাড়ি,
শ্বশুর বাড়ি যাবে হারাধন
মিষ্টি নিয়েছে এক হাঁড়ি।
বিছানায় শুয়ে ঘুম ধরে না
রেখে ঘড়িতে দৃষ্টি,
কতক্ষণে যে সকাল হবে
কাল জামাই ষষ্ঠী।
গিন্নি বলেছে ছুটি করিয়ে
আসবে শশুর ঘরে,
সবাই মিলে বেড়াতে যাবো
বাঁকুড়া মুকুটমণিপুরে।
সকালে কাজ গুছিয়ে জামাই
নিয়ে মিষ্টির হাঁড়ি,
স্টেশনে এসে চাপলো ট্রেনে
যাবে শ্বশুর বাড়ি।
জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি
পৌঁছে গেলো হারাধন,
শাশুড়ি মায়ের খুব আনন্দ
বিরাট খুশি মন।
No comments:
Post a Comment