জামাই এলো
-----------------
স্বপন দেবনাথ
--------------------
শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই
মিষ্টির প্যাকেট ভরে,
বৃষ্টি ভেজা গ্রামের পথে
বউকে সঙ্গে করে।
গাঁয়ের পথটি বিরক্তিকর
কাদা এবং জলে,
টোটো অটো যায় না বলে
জামাই হেঁটে চলে।
ধুতি তোলে হাঁটুর উপর
ভরল তবু কাদা,
শ্বশুর বাড়ির কাছে যেতেই
এলো বউয়ের দাদা।
শ্বশুর বাড়ি ঢুকেই জামাই
হাঁফছেড়ে যে বাঁচে,
দিদিকে আজ পেয়ে বোনটি
আনন্দেতে নাচে।
আদরের জামাই কষ্ট করে
এলো শ্বশুর বাড়ি,
শাশুড়ি মা আদর যত্নে
খাওয়ান তাড়াতাড়ি।
No comments:
Post a Comment