Saturday, September 7, 2019

তৃষ্ণা

তৃষ্ণা

অবিশ্বাসী অবুঝ হৃদয়
গুমরে মরে অন্ধকার গৃহকোনে
হারিয়ে গেছে আলোর নিশানা ।

পথভোলা এক পথিক তুমি
শরৎ মেঘের নরম ছুঁয়ে
এসেছিলে এক মুহূর্তের জন্য
আমার আকাশে তখন
শ্রাবণের জলভরা মেঘ
বৃষ্টি নামালে তুমি ।
সজীবতায় পূর্ণ চারধার
নরম কৃষিক্ষেত্র উন্মুখ পিপাসাভারে ।

ফিরিয়ে দিলে তুমি
গোপনে গোপনে , সে কথা 
বাতাস শোনায় কানে কানে
আজ তার বইছে দীর্ঘশ্বাস
বিষাক্ত বাতাস ,
আকুল হয়ে ফেরে অনন্তের পথে ।

No comments: