Wednesday, September 4, 2019

মাষ্টারমশাই

মাষ্টারমশাই


অন্তেবাসী নই আমি

পিতৃগৃহে সাদরে লালিত
কিছুর অভাবও নেই কোনো
না চাইতে হাতের মুঠোয়
পৃথিবী এসে হাজির
শিখেছি পাওয়ার অদ্ভুত ছলাকলা

তবু সেদিন মাত্র তিন বছর বয়স

সবেমাত্র মুখের বুলি পরিস্কার হচ্ছে
বাবার হাত ধরে এলাম প্রথম
বিশাল ইমারৎ নয় ----
নিচু ঘর , শনের চাল ,
মেঝেও হয়নি পাকা
তবু কি যে আকর্ষণ !
চুম্বকটানে পৌছে যাই রোজ
অপেক্ষা করি আপনার ক্লাশের
রোজ ------ রোজ ------
আপনার প্রশান্ত সৌম্য মুখ
শান্ত করে দিত সকল দুষ্টুমি
নিয়ে যেত বিষয়ের 
গভীর থেকে গভীরতায় ----
স্বপ্ন ভাসত চোখে ----
সেই ছোট্ট মনে প্রশ্ন জাগত কত
উদার হাসিমাখা মুখে
পৌছে দিতেন ছাত্রদের শিক্ষাচূড়ায়
মাথা নত করি বাণীময় সহাস্য বচনে

আজ এত বছর পরও

সেই মুখ  ---- প্রশান্তি আনে মনে
ফ্লাসব্যাকে ছুটে চলি ছোট্টবেলায়
আবার গল্প শুনি কল্পলোকের
ভুলে যাই বাস্তবের রূক্ষ কাঠিন্য

পিতামাতার পর জানি আপনার স্থান

তাই -----
অন্তরের অন্তঃস্থল থেকে 
প্রণাম জানাই ----- মাষ্টারমশাই ।

No comments: