Monday, May 20, 2019

পরিণয়

পরিণয়

হাতে ধরা চায়ের কাপটা

কেঁপে উঠল তার
এ কাকে দেখছে সে

মনে পড়ে গেল

কুড়ি বছর আগের দিনটা
সদ্য কলেজে ভর্তি হওয়া একজোড়া স্বপ্নিল চোখ
উপরে নিয়েছিল লোকটা
বিবাহের নামে
চলেছিল পাশবিক যান্ত্রিক অত্যাচার
একাধিক দানবের
ছিঁড়ে-খুঁড়ে খেয়েছিল অস্থি-মজ্জা-মেদ
দিন-রাত

বাবা ছিল অসহায়

মায়ের খেলাঘরে পুতুলপ্রায়
তাই মায়ের ইচ্ছায়
ঘটেছিল সব
মা----নয় ---- 
সৎমা যে তার

পারেনি সে প্রতিবাদি হতে

কারো ভরসায়

তারপর ------
কত প্রচেষ্টা , কত পরিকল্পনায়

সুযোগ এসেছিল একদিন
পালাবার ---
উদরে নিয়ে ছোট্ট প্রাণের বীজ

কেটে গেছে কুড়িটি বছর

বহু কষ্টে , বহু বেদনায়
কেটেছে যে দিন ---
তা জানে ইতিহাস
আজ সে যে এক কন্যার মা
আবার একজোড়া স্বপ্নিল চোখ

কিন্তু বিধির এ কি লিখন

আবার কি হেরে যাবে সে
মেনে নিতে হবে আবার পরাজয়

না ----

সে তো সৎমা নয় ---
সে যে মা ---
নাড়ী ছেঁড়া ধন তার
পারবে না কিছুতেই

দিতে হবে যোগ্য শাস্তি তাকে

যার দোষে স্বপ্ন তার ধুলিসাৎ আজ
তাই ----
বড়ো যত্নে চা নিয়ে যায়
মুখ ঢেকে ঘোমটায়

বোঝে না সে কোন অতীত তার

হানা দেয় চোরা পথে
পরম আবেশে --- তাই ---
চা করে পান
তারপর ---
সব ইতিহাস

ক্রমে তার শরীর নীল হয়ে যায় ।