Tuesday, April 9, 2019

পথহারা

পথহারা

পথ খুঁজে ফিরি আমি

ক্ষ্যাপার পরশপাথর খোঁজার মত

চকচকে তো অনেক কিছুই হয়
হিরে ফেলে কাঁচ তুলি যেমন
ভুল , কত ভুল দিয়ে সাজানো জীবন
শুধু কি নিকোটিনই পোড়ে
পুড়ে যায় , হারিয়ে যায় কঠিন শপথ


পথ খুঁজি আমি

আবার হারাই

দূষিত মানবতার ভিড়ে
পায়ে বাধা লোহার শিকল
আরো আঁকড়ে ধরে
পথ খুঁজি মোহাবেশে বাঁচার তাগিদে
রঙীন চশমা আছে দুচোখ জুড়ে

ভুল বুঝি , ধরব এবার নতুন পথ

সব পথ মিশে যায় শিশুর সারল্যে ।

No comments: