Tuesday, April 9, 2019

পঁচিশে বৈশাখ

পঁচিশে বৈশাখ

দিন আসে দিন যায়
সময় বদলায় , মন বদলায় না
কিংবা বদল ঘটে মননে
স্মৃতি থাকে বেদনায় বেদনায়

চৈত্রের ঝরাপাতা উড়ে গিয়ে
নেমে আসে প্রখর তাপ
কৃষ্ণচূড়ার আগুনে রাঙা হয়
কবির জন্মমাস

হোক উদাস বাউল কিংবা রাখাল বালক
অথবা ছুটির খুশি গায়ে মাখা পড়ুয়ার দল
দলে দলে মিলন ঘটে কৃষ্ণচূড়াতলে
মহামিলনের সংগীত বাজে --- কৃষ্টি অন্তরে
আজ না থাক মেহের আলি
নাইবা বলুক কেউ --- ' সব ঝুট হ্যায় '
তবু আশার আশা তারাপদর পায়ে
মনে মনে বোষ্টমী খঞ্জনা বাজায়

তবু আমি রণে ক্লান্ত কালের যাত্রায়
সভ্যতার সংকট আরো ঘণীভূত হয়
আছড়ে মরে ক্লিষ্ট মন না পাবার বেদনায়
আবার এসো কবি , হৃদয়-বাগে
নব ফুল ফোটাই ।

No comments: