Sunday, January 27, 2019

মুখোশ মানুষ

মুখোশ মানুষ

তোমাকে চিনেছি , বন্ধু ---
মুখোশে মুখোশ - মানুষ
হাড়-মজ্জায় রয়েছ যদিও
রক্তে কনিকা-বিষ
চোরাস্রোত বয়ে যায়
কানায় কানায়
কুশাগ্র শরীরে বিঁধে
যেন তোমার তীক্ষ্ম দংশণ
অথচ কতনা স্থবির
পরিপার্শ্ব ---
অহেতুক আশা---
কুয়াশায় মোড়া
জীর্ণ চারধার


আমারও তো বয়স হল
আর কেন ভড়ংতোমার ?

Wednesday, January 23, 2019

মোহ

মোহ

কালের পথে যতবার
ধরতে চাই খড়কুটো
ভেসে যায় , শুধু ভেসে যায়
পলকা সব ---
অর্জুনের লক্ষ্যভেদ আমার হৃদয়
শুধু খেলা , শুধু ছলনা
বসে আছি সানুদেশে , বিশাল পর্বত
আরোহন অসম্ভব , কুয়াশা মোহময়
ব্যস্ততার রুক্ষতাপ অন্তর জুড়ে
তবু আশা , ভালোবাসা
কাছে যেতে হয়

Saturday, January 19, 2019

বিষ্ফোরণের বারুদ জাগে

বিষ্ফোরণের বারুদ জাগে

এক বুক বারুদ এনেছি আমি
একটু একটু করে সাইত্রিশ বছর ধরে

জমে থাকা যত জিঘাংসা এবং প্রতিহিংসার
পাহার জমেছে আজ
তাই ---
সময় এসেছে বিষ্ফোরণের

জ্বালিয়ে দিতে চাই সেইসব

ধর্ষকাম মানুষের বিকৃত কাম
সেইসব অমানুষদের বিকৃত লালসা
বারুদ বিষ্ফোরণে

আমার অধরে বারুদ , অপাঙ্গে বারুদ

বারুদ শিরায় শিরায়
একরাশ ঘৃণায় পুঞ্জিভূত এ বারুদ
ছড়িয়ে দিতে চাই
হাজার সত্বায়
নারী থেকে নারীতে ---
মাতৃগর্ভে থাকা কন্যাভ্রূণে
তোমাদের মোহোময়ী নারী বিলাসিতায় ।

Sunday, January 13, 2019

Jiboner hisab

জীবনের হিসাব

শূন্য থেকে শুরু করে
শূন্যে মিলায় সব
মাঝখানের এই সংখ্যাগুলো
বিচিত্র অনুভব
সংখ্যার পিঠে সংখ্যা বসে
অভিজ্ঞতা বাড়ে
এর মাঝে জীবন-মরণ
সুতোয় বাঁধা পড়ে
সরু সুতো মোটা সুতো
শক্ত এবং নরম
জীবন কিন্তু বয়ে চলে
ঠান্ডা হোক বা গরম
জীবন ভাঙ্গে জীবন গড়ে
ভানুমতীর খেলা
সইতে সইতে পেড়িয়ে যাবে
নিরানব্বই বেলা ।

Wednesday, January 9, 2019

ঘরে ফেরার গান

ঘরে ফেরার গান

এবার ঘরে ফেরার পালা
সমতলে ---
অনেক হল পাহাড় পাহাড় খেলা
ম্লান রোদ , হিমেল হিওয়া , আঁকাবাঁকা রেশমি পথ
পাহাড়ের বুকচেরা নদী 
পাইন গাছের বন পিছনে ফেলে
চলো ঘরে ফেরা যাক
আরেক স্নহের নদী 
অপেক্ষমান

কতবার মনে হয়
এর চেয়ে বেশি সুখ
আর কিছু নয়
এই বেশ উড়ে উড়ে ঘুরে ঘুরে চলা
বরফের রাজ্য হোক তুষার শীতল
ম্লান রোদ ছায়া ছায়া কুয়াশা কেবল

তবুও মন প্রজাপতি হয় ।

Tuesday, January 8, 2019

অন্বেষণ

অন্বেষণ

রাত্রির ঘন অন্ধকার
একফালি চাঁদ আকাশে
করুণ এক ছবি
কি যেন বলতে চায়
নীরবে তবু
গোঙায় শুধু ...
দূরের ঐ ঝরনার
করুণ মিনতী---
'ওগো , চাঁদ---
তুমি একটিবার হাসো ---'
ম্লান মুখে তার
জাগেনা হাসির কল্লোল
মনে জাগে
সুদূরের বিষাদ স্মৃতি
প্রকৃতির বিষ্মিত খেয়াল
মানব মনের অনুভূতি
চলে শুকতারার অন্বেষণ ।

Monday, January 7, 2019

Jagoron

জাগরণ

যুগ যুগান্তর ধরে রয়েছ দাঁড়িয়ে
মূর্তিমান তুমি
নির্বাক , নিঃষ্কম্প
জন্মভূমি থেকে বিচ্যূত , তবু
করনি প্রতিবাদ কোনো
কুঠারের আঘাতে হয়েছ ক্ষতবিক্ষত
তবু বিদ্রোহের আগুন
জ্বলতে দাওনি কখনো
বৈশাখের তীব্র দহনে
ক্লান্ত শ্রান্ত পথিককে
দিয়েছ শান্তির আয়েশ ,
ফুলের সৌরভ , পাখির কূজন
বসন্তের কোকিলের কনসার্ট শুনেছ কত
তবু মৌণ ঋষি , নির্বিকারে
কেমনে দিলে কাটিয়ে এত যুগ !
ভরা ভাদরে , নুপূর পরা পায়ে
বৃষ্টির ঝমঝম শব্দ
পারেনি এতটুকু আকুল করতে
রাতের নক্ষত্রপুঞ্জ , বর্ষভোগ্য যাকিছু আছে
সকলের সাথে হেসেছ , গেয়েছ ,
দুলিয়েছ মাথা
গোপনে রেখেছ তবু নিজের গোপন ব্যথা
বিদ্যুতের মত তুমিও তো পার
একবার তোমার বুকের বিষ
উদ্গিরন করতে
দাবানলে দহন করতে বিশ্ব
একবার মাথা তুলে 
দেখাও তোমার রূপ
ঐসব অহঙ্কারি মানুষগুলোর গুমর
ভেঙ্গে গুড়িয়ে দাও
তোমার শক্তি দিয়ে
বুঝিয়ে দাও
কালে কালে যুগে যুগে
তোমরা কখনো হেয় নও
তোমাদের অসীম ধ্যৈর্য
শিক্ষনীয় সবার ।

Saturday, January 5, 2019

Bortoman

বর্তমান

সূর্য অনেকক্ষণ অস্ত গেছে

দ্বিতীয়ার চাঁদ তখনো অদৃশ্য
মাঠের ঐ বুড়ো নাড়কেলগাছটা
এই ঘনায়মান অন্ধকারে
কী কথা বলছিল ফিসফিসিয়ে ---
এক গভীর ষড়যন্ত্র
আকাশের সাথে তার ।
মাঝে মাঝে 
মাথা দুলিয়ে 
ও কিসের সম্মতি ?
সে এক অদ্ভুদ উপস্থিতি ।
আকাশের গাম্ভীর্যে
উথাল-পাথাল হৃদয়
ওদের ক্রুদ্ধ নিঃশ্বাস
হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় ।

চারিদিকে শবভুক নরপিশাচের

উল্লসিত চিৎকার
ফুলের সৌরভ নয়
মানুষের তাজা রক্তের
আঁশটে গন্ধ
বাতাসের ডানায় ভর করে
বিষিয়ে তুলেছে পরিবেশ

মনে হয় ---

এই চন্দ্রসূর্যের গ্রহণ
কাটবে না কোনোদিন
রাহুর দল লালায়িত
আজন্মকালের ক্ষিদে তাদের উদরে ।

Friday, January 4, 2019

ঘরটা

ঘরটা

ঘরটায় ঢুকলে মনে হয়
একঝাঁক বনটিয়া কলরব করে ওঠে
আকাশের ভিতর থেকে
উন্মুখর প্রেম
আহ্বান করে --- আয় --- আয়
তোষকের নরম স্পর্শ
উত্তপ্ত দেহে প্রতপ্ত প্রেমের পরশমনি ছোঁয়ায়
বালিশটা সজোরে আঁকড়ে ধরি
বুকের মাঝখানটায়
শরীরের হাহাকার
ঘনীভূত হয়
ভোররাতে ধোঁয়াশার মত ।

Thursday, January 3, 2019

Kheyal

খেয়াল

মন চায় একজোড়া সোনালী ডানা
খোলা মাঠ নীল আকাশ আর ঘাসফুল
পাহাড়ের বুকচেড়া শীতল নদী
অবিরাম বয়ে চলা কুল কুল কুল ।


হলুদ পাখির দেশ জানিনা কোথায়
নীল তিমি সমুদ্রের কতটা গভীরে
উটের গ্রীবার মত আঁকাবাঁকা মন
মরুর আকাশ রাঙে সোনালী আবিরে ।


ক্যাকটাসে ফোটে ফুল আঙিনার কোন
ঝিরিঝিরি ধারাজল মোহোময় আলো
তাই নিয়ে খুশি আমার অপার অসীম
বয়ে চলে এ জীবন বড় জমকালো !

Wednesday, January 2, 2019

Prithibi

পৃথিবী

পৃথিবী তুমি শুধু
সুকান্তের পৃথিবী নও
তবু সুকান্তের অবাক পৃথিবী
আজো হতবাক করে
তোমার কুশাগ্র এত সূক্ষ্ম
ভূ-পৃষ্ঠে নিয়ত আহত পদচিহ্ন
ফুলের দলে দলে কীটের দংশণ
অহরহ জ্বলছে চিতা এখানে ওখানে

আর কতদিন
অশুদ্ধ গ্যাসচেম্বারে আটকে থাকতে হবে
কোষে কোষে অসহ্য যন্ত্রনা

প্রশান্তি আসুক ফিরে ।