Monday, January 7, 2019

Jagoron

জাগরণ

যুগ যুগান্তর ধরে রয়েছ দাঁড়িয়ে
মূর্তিমান তুমি
নির্বাক , নিঃষ্কম্প
জন্মভূমি থেকে বিচ্যূত , তবু
করনি প্রতিবাদ কোনো
কুঠারের আঘাতে হয়েছ ক্ষতবিক্ষত
তবু বিদ্রোহের আগুন
জ্বলতে দাওনি কখনো
বৈশাখের তীব্র দহনে
ক্লান্ত শ্রান্ত পথিককে
দিয়েছ শান্তির আয়েশ ,
ফুলের সৌরভ , পাখির কূজন
বসন্তের কোকিলের কনসার্ট শুনেছ কত
তবু মৌণ ঋষি , নির্বিকারে
কেমনে দিলে কাটিয়ে এত যুগ !
ভরা ভাদরে , নুপূর পরা পায়ে
বৃষ্টির ঝমঝম শব্দ
পারেনি এতটুকু আকুল করতে
রাতের নক্ষত্রপুঞ্জ , বর্ষভোগ্য যাকিছু আছে
সকলের সাথে হেসেছ , গেয়েছ ,
দুলিয়েছ মাথা
গোপনে রেখেছ তবু নিজের গোপন ব্যথা
বিদ্যুতের মত তুমিও তো পার
একবার তোমার বুকের বিষ
উদ্গিরন করতে
দাবানলে দহন করতে বিশ্ব
একবার মাথা তুলে 
দেখাও তোমার রূপ
ঐসব অহঙ্কারি মানুষগুলোর গুমর
ভেঙ্গে গুড়িয়ে দাও
তোমার শক্তি দিয়ে
বুঝিয়ে দাও
কালে কালে যুগে যুগে
তোমরা কখনো হেয় নও
তোমাদের অসীম ধ্যৈর্য
শিক্ষনীয় সবার ।

No comments: