Saturday, January 5, 2019

Bortoman

বর্তমান

সূর্য অনেকক্ষণ অস্ত গেছে

দ্বিতীয়ার চাঁদ তখনো অদৃশ্য
মাঠের ঐ বুড়ো নাড়কেলগাছটা
এই ঘনায়মান অন্ধকারে
কী কথা বলছিল ফিসফিসিয়ে ---
এক গভীর ষড়যন্ত্র
আকাশের সাথে তার ।
মাঝে মাঝে 
মাথা দুলিয়ে 
ও কিসের সম্মতি ?
সে এক অদ্ভুদ উপস্থিতি ।
আকাশের গাম্ভীর্যে
উথাল-পাথাল হৃদয়
ওদের ক্রুদ্ধ নিঃশ্বাস
হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় ।

চারিদিকে শবভুক নরপিশাচের

উল্লসিত চিৎকার
ফুলের সৌরভ নয়
মানুষের তাজা রক্তের
আঁশটে গন্ধ
বাতাসের ডানায় ভর করে
বিষিয়ে তুলেছে পরিবেশ

মনে হয় ---

এই চন্দ্রসূর্যের গ্রহণ
কাটবে না কোনোদিন
রাহুর দল লালায়িত
আজন্মকালের ক্ষিদে তাদের উদরে ।

No comments: