Wednesday, January 9, 2019

ঘরে ফেরার গান

ঘরে ফেরার গান

এবার ঘরে ফেরার পালা
সমতলে ---
অনেক হল পাহাড় পাহাড় খেলা
ম্লান রোদ , হিমেল হিওয়া , আঁকাবাঁকা রেশমি পথ
পাহাড়ের বুকচেরা নদী 
পাইন গাছের বন পিছনে ফেলে
চলো ঘরে ফেরা যাক
আরেক স্নহের নদী 
অপেক্ষমান

কতবার মনে হয়
এর চেয়ে বেশি সুখ
আর কিছু নয়
এই বেশ উড়ে উড়ে ঘুরে ঘুরে চলা
বরফের রাজ্য হোক তুষার শীতল
ম্লান রোদ ছায়া ছায়া কুয়াশা কেবল

তবুও মন প্রজাপতি হয় ।

No comments: