Wednesday, December 12, 2018

একাকীত্ব ভুলতে গিয়ে

একাকীত্ব ভুলতে গিয়ে

কখনো কি পার অস্বীকার করতে
ঠোঁটের কোনে ঐ যে আবেশটুকু
তা আমার দেওয়া নয়.......

সঙ্গী খুঁজেছিলাম আমি
একটা সঙ্গীর জন্য
বুকের মধ্যে সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছিল
উষ্ণতা চেয়েছিলাম তার কাছে
তার বুকের ওমে তপ্ত হয়েছিল পৃথিবী
তাই বুঝি
নিঃশেষে পুড়ে গেল সে
আজ বুঝি আবার বলব --
' সঙ্গী চাই , একটা সঙ্গী চাই '

হয়ত রাস্তায় রাস্তায় চীৎকার করে বলব --
' একজন কেউ এসো আমার সঙ্গী হতে ,
এই নিঃসঙ্গ জীবন আর বইতে পারি না .....'

প্রতিধ্বনি ফিরে আসে কানে --
' সঙ্গী চাই , সঙ্গী চাই '
ঐ আকাশটাও বুঝি তবে একলা
ঐ যে নদী --
যার কালো জলে
দিনের ছায়া নিয়ে আসে রাত্রীর অন্ধকার
তার গভীরেও কত নিঃসঙ্গতা

আকাশের ঐ চিলটা বুঝি
নিঃসঙ্গতা ভোলার জন্যই উড়ে বেড়াচ্ছে
পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে

তবে এত বড় পৃথিবীটাতে কি
সবাই নিজের মত একা ?

No comments: