Wednesday, December 12, 2018

পরিত্যক্ত প্রতিশ্রুতি

পরিত্যক্ত প্রতিশ্রুতি

হেমন্তের ঝরা পাতার মত

প্রতিশ্রুতিও একদিন হয়ত
উড়ে যাবে কোনো দেশে
সেখানে --
ভালোবাসার শিথিল বন্ধন
আর আপন করে কাছে টানবে না কাউকে
অশ্রুসিন্ধুও শুকিয়ে গিয়ে
খাঁখাঁ করবে চারিদিক
শুকনো মরুবালি
দু-একটা কাঁটার খোঁচায়
একটু-আধটু রক্তের ফোঁটা
তপ্ত বালির বুকে
নিজের নাম লিখে রেখে
ভালোবাসার শহীদ মিনার
ঘোষনা করবে হয়ত
সেদিন --
দু-একটা গোলাপের কুঁড়ি অন্তত
ড়িয়ে রেখো
বুকের ওপর
হোক না শুকনো , গন্ধহীন
তবুও তো
একদিন ওতে প্রাণ ছিল
ভালোবাসা ছিল
আজ শুধু পরিত্যক্ত


পরিত্যক্ত প্রতিশ্রুতির মত ।

No comments: