Wednesday, December 12, 2018

বৈপরীত্য

বৈপরীত্য

তোমার বাড়ির সানাইয়ের সুর
আনন্দে নেচে নেচে ওঠে বেহাগে
সুখের সন্ধ্যাতারা উজ্জ্বল হয় ক্রমে
আকাশে গোল থালার মত চাঁদটা বুঝি
চাঁদ নয় --- সৌভাগ্য সূর্য
ফাগুনবেলার ফিসফিস শব্দে
সৃষ্টির সুর শোনা যায় ।


আমাকে ঘিরে আছে নিশ্ছিদ্র অমাবস্যা
এর নিপুন স্তর ভেদ করে প্রবেশের
ছাড়পত্র পায়না সানাইয়ের সুর
চাঁদটাও ফ্যাকাশে মনে হয়
উদিত সূর্যও আতঙ্কিত করে হৃদয়
তুষার-ঝড় বইতে থাকে মনে
চারিদিকে শুধু একটানা ক্রন্দন শোনা যায় ।

No comments: