Tuesday, December 4, 2018

সাধ

সাধ

মাঝে মাঝে ইচ্ছে করে

শিউলির সুগন্ধী হয়ে

ছড়িয়ে যাই ভুবনে
প্রশান্ত স্নিগ্ধতাটুকু
দিয়ে যাই
সবার মনে মনে



পরক্ষণে -- 

ভাবি মনে
শিউলির গন্ধ
সে যে সাময়িক
সূর্যোদয়ের তেজোপ্রভায়
মুছে যায় তার আবেশ
আবার সন্ধিক্ষণে
ঝরে যায় মাটিতে
ঘটে জীবনাবসান ।


কখনো আবার ইচ্ছে হয় মনে

চাঁদ - সূর্যের মিলিত আকর্ষণে

জোয়ারের মত
ফুলে ফেঁপে উঠে
প্লাবিত করে যাই বিশ্ব
ম্লান করে দিই
পৃথিবীর ঘরে ঘরে
শোক তাপ যন্ত্রনার বেদনা


উপহাস করে ঐ বুড়ো সূর্যটা

No comments: