Wednesday, December 5, 2018

ভুলে যাবে নাতো

ভুলে যাবে নাতো

পড়ন্ত বিকেলে একদিন

গঙ্গার পাড়ে দাঁড়িয়ে
শুনতে পেলাম অনুরনন --
"আমায় ভুলে যাবে নাতো "...
আকাশের দিকে তাকালাম
পান্ডুর চোখদুটো পৃথিবীর দিকে তাকিয়ে
গঙ্গার প্রসস্ত বুকে
একখানি শুশুক
একবার করে মাথা তুলে বলছে --
" কথা দাও , ভুলবে না "
ঘাটের পাথরগুলিতে ধাক্কা খেয়ে
ফিরে যাচ্ছে কথা 
" ভুলবে না -- ভুলবে না -- "

দূরে পশ্চিমে

রক্তলাল জলের মাঝখান থেকে
বুক চিরে উঠে আসছে
একটি মুখ
দু-চোখে উদ্বেগ
" আমায় ভুলে যাবে না তো -- " ।

No comments: