Sunday, December 2, 2018

কল্প

কল্প

বনের ঐ গাছের মাথায়
কত যে রঙের খেলা
কখনো লাল বজরার
দিগন্ত জুড়ে চলা
কখনো সাদা পানসি
কেটে চলে মেঘের স্রোত
কখনো আকাশ জুড়ে
গড়িয়ে চলে স্বর্গরথ


বনের ঐ গাছের পাতায়
কত যে সুরের দোল
কখনো বাজায় বাঁশি
কখনো বাজে মাদল
কখনো সেতার বাজে
বনের ঐ প্রান্তরে
কত না সুরের খেলা
পাতার ঐ মর্মরে ।

2 comments: