Monday, November 5, 2018

অভিলাষ

অভিলাষ

বুড়ো সূর্যটা যখন
পুকুরপারের গাছের ছায়ায় বসে
একটু বিশ্রাম করে ,
যখন কোকিলগুলো
গানে গানে ভরিয়ে দেয় প্রাণ , 
যখন নাড়কেলের পাতাগুলো
তিরতির করে কাঁপতে থাকে , আর
গাছের হলুদ পাতাগুলো
একটি একটি করে
পুকুরের জলে পড়ে খসে

....ভাসে আর ভাসে ....
মনে হয় এমনি ভেসে ভেসে
কোথাও হারিয়ে গেলে বেশ হয়

আবার যখন পৃথিবীর কপালে
রাজটীকার মত
ভোরের সূর্য উদ্ভাসিত হয়
মনে হয় বৃহৎ সংসারের কপালে
রাজটীকা না হলেও
ছোট্ট কাজলের ফোটা হলেই বা মন্দ কি ....

No comments: