Wednesday, November 14, 2018

সেইক্ষণে

সেইক্ষণে

আকাশটা যখন , নিশ্চিন্তে
পৃথিবীর মুখের ওপর মুখ রেখে
চুম্বনরস পান করছিল
তখন তোমায় দেখেছিলাম

তুমিও চুম্বন প্রত্যাশি ছিলে না ?
শিমূল ফুলের সমস্ত রঙ চুরি করে
গায়ে মেখেছিলে সেদিন
রক্তরাগ শরীর থেকে
ঠিকরে বেরচ্ছিল
রঙ বেরঙের প্রজাপতি
সমুদ্রের ঢেউ
তটের উপর আছরে পড়ে
সে কি আকুলি বিকুলি প্রেম !

আশ্লেষ করতে চেয়েছিলে তুমিও
মাটির সঙ্গে ঘাসের মত ।

No comments: