Monday, November 5, 2018

ক্রন্দন

ক্রন্দন

মনের গোপনে লালিত
যে কথা বহুযুগ ধরে
হল না প্রকাশ কোনোদিন ,
অঙ্কুরেই বিনষ্ট হল একটি ভ্রুণ
পেলনা অনুকূল পরিবেশ
ছন্দে গন্ধে সৌরভে গৌরবে
হল না প্রস্ফুটিত ,

তবে কি আজ বুনো হাসের মাঝে
খুঁজে পেয়েছে তার আত্মা ?

নিরালম্ব শরীরটা
শ্মশানে হয়েছে পুরে ক্ষয়
তবুও তো -
এক অতৃপ্ত আত্মার ক্রন্দন ধ্বনি
মাঝরাতে গোঙায় শুধু
এক অব্যক্ত যন্ত্রনায় ।

No comments: