Tuesday, October 16, 2018

শরৎ - ছেলেবেলা - এখন

শরৎ - ছেলেবেল - এখন

শরৎ এসেছে -
পদ্মের বুকে জমে উঠেছে মধু
যেমন প্রথমরাতে জমে নববধূর হৃদয়ে প্রেম
লজ্জনত বদন - প্রথম প্রকাশের আকাঙষা


মধুর চঞ্চলতা দেখি শিউলির বৃন্তে

সবুজ পাতা ঢাকা অজস্র শ্বেত শুভ্র তারা 
ভোরের প্রতীক্ষায়


নীল সাদার অপূর্ব সমাবেশ আকাশে
প্রকৃতির ক্যানভাসে - আর আছে কাশ


.... এদের মায়ায় ঘিরে মোহনীয় তুমি
উজার করা বাঙালী হৃদয় প্রনত হয়
তোমার মোহিমায়
দশস্ত্রশোভিত তুমি দশভুজা
কানে আসে ভদ্র মহোদয়ের জলদগম্ভীর স্বর
" যা দেবী সর্বভূতেষু ...."
ফিরে আসে শৈশবস্মৃতি , হারানো ছেলেবেলা
চোখ খোঁজে আবার আপনজন , হারানো স্বজন
সময় - চক্র পারি দেয় বহুদূরে


আবার ফিরে আসি 'মাতৃ' আহ্বানে
বাস্তবের অনবদ্য টানে স্মৃতিকে বিস্মৃত হয়ে
ছোট্ট মেয়ের হাসিমুখে এ কার হাসি ভাসে


শরৎ মেঘেও বর্ষে যেমন , হায় -
আমার ছেলেবেলা ।

2 comments:

Unknown said...

I really liked this as it took me back to my childhood which I miss now, I wish I could go back again, thanks for taking me back to my good memories

Sipra Basak said...

Thanks for this compliment