Monday, October 15, 2018

পুজোর ছড়া

পুজোর ছড়া

ঢ্যাম্ কুরকুর , ঢ্যাম্ কুরাকুর
পুজো এলো কাছে
ঢ্যাম্ কুরকুর , ঢ্যাম্ কুরাকুর
মনটা ভালো আছে ?
ঢ্যাম্ কুরকুর , ঢ্যাম্ কুরাকুর
শিউলি তলায় ভোর
শরৎ এলো , বর্ষা তবে
সাঙ্গ কান্না তোর !
কলার পাতায় হাসির ঝলক
চাঁদের পিঠে চাঁদ
শিশুর হাসি নতুন জামায়
সমুদ্র অগাধ ....


ঢ্যাম্ কুরাকুর , ঢ্যাম্ কুরাকুর
হারিয়ে গেছে ঊষা
বেলা হলো তৈরী হওগো
নতুন জীবন তৃষা
নতুন করে চাওয়া পাওয়া
কেন পেছন ফেরা
ভুলে যেও , সকাল ছিল
শিউলি ফুলে ঘেরা
মধ্যাহ্নের ক্ষররৌদ্র
তপ্ত বায়ুর শ্বাস
আর পাবে না , আর পাবে না
প্রভাতকালীন সুবাস....


তবুও , আবার দুর্গাপুজো
নতুন পরিচিতি
শরৎকালীন অনুভূতি
প্রাপ্তি আর ইতি ।

No comments: