Saturday, October 13, 2018

অন্তর্ভাষ

অন্তর্ভাষ

এ মন আমার হালকা এমন
যেন বাবুই পাখির বাসা
দোলে , আর শুধু দোলে


পলকা হাওয়া আলতো চুমে
ভরিয়ে দিয়েছে সকাল
সোনালী রঙের পাপড়ি খুলে
নির্নিমেষে চাঁপার কুঁড়ি হাসে


আমার আকাশভরা হাজার ঢেউয়ের মাতন
মেঘ নয় - ঠিক যেন কালিন্দী নদী


স্বর্ণচূড়া দ্বৈরথ বাস্তব আর কল্পনা
দুই যুযুধানে সমানে সমানে
চাপান উতোর চলে


তারপর বাস্তবের কঠিন মাটিতে
রক্তাক্ত কল্পনা আমার মুখ থুবড়ে পড়ে


ফিরে আসি প্রকাশ্য রাস্তায় ।