Saturday, October 13, 2018

পুজো নষ্টালজিয়া

পুজো নষ্টালজিয়া

পুজো আসে পুজো যায়
সময় বদলায় , মন বদলায় না
ফিরে আসে সময় আমার নষ্টালজিক হয়ে
'আশ্বিনের শারদপ্রাতে '.....


এতো যে কাশ দেখি , শুভ্র মেঘ
তবু যেন জলছবি শব্দ জব্দ লাগে
হুতাশনে খুঁজি শুধু পুজোর প্রাণ
আমার একলার আকাশে...


এখন মাটির গন্ধে বারুদের ঘ্রাণ
দুষ্প্রাপ্য প্রেমে এখন আদিম লালসা
সময় বিকায় শুধুই শ্যেনের থাবায়
তারই রক্তাক্ত প্রতিক্রিয়ায়...


বাতাস বড্ড বেশি হিমশীতল
সম্পর্কের উষ্ণতা হার মেনে নেয়
রঙের ফোয়ারা ঘিরেও দলীয় উত্তেজনা
আমার ক্লান্ত মন নষ্টালজিক হয়...

No comments: