Monday, October 22, 2018

আলো , আনো আলো

আলো , আনো আলো

সারারাত জেগে থাকি ভোরের প্রতীক্ষায়
স্তব্ধ চরাচর
শোনা যায় নিঃশ্বাসের ব্যর্থ আস্ফালন
কবেকার অমানিশার ঘোর
এখনো আমার চোখে মুখে
আলো খুঁজি আমি , আলো

শিরায় শিরায় বয়ে চলে ক্ষয়রোগ
কখন অজ্ঞাতে চুপিসারে হানা দেয় মনে

মাথায় তীব্র বোধ , সংকট ঘনায়
নরম পাশবালিশও কঠিন মনে হয়
তোমার হাতে যখন উষ্ণতার আবেশ
মননে আমি কোন নিবিড় শীতলতায়
চারদিকে বরফ কঠিন প্রাচীর আমার
শুনি শুধু অবরূদ্ধ আত্মার তীব্র হাহাকার
পথ খুঁজি আমি , প্রশস্ত পথ

তুমিও কি পেয়েছ পথে আলোর সন্ধান ?

No comments: