Monday, October 22, 2018

আহ্বান

আহ্বান

ভেঙে ফেলো আজ সিংহ দুয়ার
মুক্তির ডাক শোনো
প্রাণ খুলে আজ প্রশ্বাস নাও
নেই যে গো ভয় কোনো


ক্ষণে ক্ষণে আজ শিরায় শিরায়
কোন সে আবেশ মাতন লাগায়



ঐ মাতন যে আর কোনোদিন
পাবি না কক্ষনো ।

আয়রে ভেসে , খেলে হেসে ,
সৃষ্টির নবধারায়
আয়রে পাগল , বন্ধ আগল 
ভেঙে ফেলে ছুটে আয়
শোন শোন শোন , ফিসফিস করে
কে যেন কথা কয়
মনের কোনে সঙ্গোপনে
উতল হাওয়া বয়
হাওয়ার বেগে পাল উচিয়ে
চল চলে যাই দূরে
যেখানে উদাস পথিক গাইছে
গান উদাসী সুরে ।

No comments: