Monday, October 22, 2018

বাঁচতে দাও

বাঁচতে দাও

এলোমেলো পায়ে পথ চলি

নির্জন একাকিত্বময় পথ নয়
অগনিত মানুষের কলরবে মুখর
অজস্র গাড়ির হর্ণ
ভালো লাগে -
একাকিত্বের নির্জনতা থেকে
জনসমাগমে ফিরতে

আবার নেমেছি আমি

সন্ধ্যার আলোছায়া গায়ে মেখে
বৃষ্টিধৌত কালো পিচঢালা রাস্তায়
পথচলতি ব্যস্ত মানুষের সাথে
অন্তরের আর একটু কাছে
আর একটু উষ্ণতার কাছাকাছি
কলরব উঠুক - 
নয়ত -
প্রয়োজন হবে অন্য পৃথিবীর।

1 comment:

Unknown said...

কবিতা ভালো হয়েছে, কিন্তু কিছু কথা যেমন ধৌত এসব কথা না লিখে আধুনিকতয় ধাক্কা লাগে