Tuesday, July 24, 2018

ত্রয়ী

ত্রয়ী



ক্লান্ত নগ্ন হাত
রক্তাক্ত শরীরে সামনে দাঁড়ায় বর্তমান
ধোঁয়াশায় পূর্ণ পাঁজরের হাড়
নাড়া দিতেই ঝন ঝন শব্দ
মস্তিষ্কের কোটর ভর্তি পিত্ত ধোয়া জল

বুকসেল্ফের পাতা থেকে খসে পড়ে
ত্রস্ত বিচলিত রূদ্ধশ্বাস অতীত
বর্তমানের পাঁজরে উঠে আসে অতীতের দীর্ঘশ্বাস
সামনে অশরীরী ভবিষ্যতের ক্লান্ত পদচিহ্ন
অভিষেকের অভিষারপদ মন্থর
বাতাসের সুরে সুরে বর্তমানের হাহাকার
উদ্বেল অনিশ্চিত ভবিষ্যত্ ।

No comments: