Tuesday, July 24, 2018

মূঢ় হৃদয়

মূঢ় হৃদয়



ওরে আবেগ , ওরে প্রেম ,
ওরে মূঢ় চাওয়া , এতদিনেও 
হল না শেষ পাওয়া , ক্লাশ ঘরের
ফাঁকে ফাঁকে , ব্যাথার করুণ 
বালুকাতে , দেখি হঠাত্ বিষ্ময়েতে
তোমার তরী বাওয়া ।


এতদিনেও হলো না শেষ পাওয়া ।

সূর্য তখন অস্তাচলে , সোনার 
থালা গলে গলে পড়ছে ভূঁয়ের 
পড়ে , কেমন করে ব্যাথার সুরে ,
বাঁধলে সেতার তারে তারে , গানখানি 
তার ছড়িয়ে দিলে বিশ্বভূবন
ভালে ।


তখন সূর্য অস্তাচলে ।

রাত্রি তখন দ্বিপ্রহরে , জেগে
দেখি নয়ন ভরে , অশ্রুবিন্দু
আছে জমে চোখের কোনটি
ঘেষে , বুঝিনা হায় এ কোন 
ব্যাথায় আমার যায় গো ভূবন 
ভেসে , আমি ভাবি ঘুমের ঘোরে ।


আজ রাত্রি দ্বিপ্রহরে ।

1 comment:

Unknown said...

অপূর্ব