Tuesday, July 24, 2018

যাত্রা

যাত্রা


ভাসিয়ে তরী অকুল সাগরে 
বসেছিলে চুপটি করে
জানোনা কখন কেটে গেল কুড়িটি বছর


বকুল ফুলের মালা গেঁথে
জড়িয়ে ছিলে দুটি হাতে
কারো গলায় পড়িয়ে দেওয়ার অপেক্ষা নিরন্তর

প্রভাত হল , সন্ধ্যা হল
কুড়িটি বছর ফুড়িয়ে গেল
অপেক্ষা তবু প্রতীক্ষা হয়ে রইল জাগরুক


হাতের মালা শুকিয়ে গেছে
সাধের নৌকো ডুবে গেছে
খেয়াবিহীন অসীম সাগর প্রশান্ত উন্মুখ ।

No comments: