Sunday, July 15, 2018

আবর্তন

আবর্তন


সমস্ত আকাশ জুড়ে নক্ষত্রের মৃদু গুঞ্জন
ত্রস্ত পায়ে এগিয়ে আসে পৃথিবী
মাত্র বারো ঘন্টার রাতের আঁধার ছেড়ে
সমুদ্রের বুক চিরে উঠে আসে জ্যোতি
কাঁচা ঘুমে হাই তুলে তুলে
ঘুমের রেশটাকে আরো একটু বাড়িয়ে তোলা
তারপর ফোলা চোখে লোনা জলের ঝাপ্টায়
ঝেড়ে ফেলা অহেতুক ঘুমের ক্লান্তি
পৃথিবীর পাঁজরে ব্যস্ত বাতাস খেলে
লোনা জল আরো লোনা হয়
মাছের পেটের ভিতর ঝিনুকের শক্ত খোলস
সমুদ্রের অন্ধকারে মুখ লুকায় মুক্তোর দল

আবার সাগরের বুক চিরে লোনা জলের ঢেউ
আবার আকাশ জুড়ে নক্ষত্রের মৃদু গুঞ্জন

No comments: