Saturday, July 14, 2018

আচমন -১

আচমন -১


কচু পাতায় জল ঢেলেছি 
ভেবেছি মুক্ত পেলাম
সোনার রশ্মি পাতায় পাতায়
বিন্দু বিন্দু ঘাম
পায়ের তলায় হাজার শিরা
রক্তে কাটাকুটি
তিল আচিঁলে মানিয়েছে বেশ
রাজযোটকের জুটি 
মাথায় যদি মুকুট নিতে
অহঙ্কারি রাজা
যাত্রা তোমার জমত না , ঠিক
বর্ষাকালের সাজা
ঝিনুক ভাঙা আঘাত আমার
সূক্তি তোমার থাক
তোমার ঘরে ঝাউয়ের ছন্দ 
আমার মেহগনির ফাঁক

কচু পাতায় জল ঢেল না
পদ্ম তুলে নিও
কমপক্ষে , সমুদ্রঢেউ
কান্না হয়ে যেও ।