Monday, July 16, 2018

জননী

জননী


প্রতিদিন তাকে দেখি
ষ্টেশনে উঠতেই
প্রথম যে থামটা পড়ে
তার পাশে বসে -
' ও মা , ও বাবারা , একটা পয়সা দাও না '
- মুখে তার হাজার বলিরেখার আঁকিবুকি
যেন ইতিহাসের পাতা থেকে
উঠে আসা প্রত্ন এক
অথবা তারই মুখে মানচিত্র যা
সে তো আমারই ভারতবর্ষ
শতচ্ছিন্ন শাড়িটায় গেঁড়ো বাঁধা
যেন মানব বন্ধনের ব্যঙ্গচিত্র
- ' বুড়িমা , তোমার বুঝি কেউ নেই '
- 'আছে মা , সে যে মস্ত বড়লোক , '
- ' কত বড় গাড়ি '
- ' কি সুন্দর ঘর '
- ' আর - '
চোখ মোছে বুড়ি
- ' দাদু আমার বাল গোপাল '
- ' সোনা আমার ভালো আছে
মা - বাবার কোলে '
- ' আমি তো মুখ্যু মানুষ '
- ' বৌমা আমার ফটাফট ইনজিরি বলে '
ফোকলা মুখে তার অপরাধের চিহ্ন
কে জানত বিদেশী ভাষার দাম
মাতৃস্তন্যের চেয়েও বেশি !

তাই এক সন্তানের বিনিময়ে
পৃথিবী জোড়া সন্তানদের
আঁকড়ে ধরেছে বুড়ি

অবহেলিত অসহায় মা এক ।