Monday, July 30, 2018

আচমন ২

আচমন 

ফুল দাওনি কোনোদিনও
পাপড়ি দিলে ছুড়ে
মেঁহেদি কাঁটায় রক্ত দিলাম
মজ্জা মাংস খুঁড়ে
কাঁটা ধুয়েছ , হাত ধুয়েছ
ফনীমনসার ঝোঁপে
আমার হাতে শঙ্খ-বিকেল
থরথরিয়ে কাঁপে
রাত্রি নামে , রাত্রি আসে
নিঝুম পদক্ষেপ
সাদা পায়রার ঝরা পালক
সমুদ্র আক্ষেপ
বালির কনা ঝিরিঝিরি
লবন লবন স্বাদ
আকন্ঠ পিপাসিত
সমুদ্র নিখাঁদ ।

No comments: