Friday, July 27, 2018

মরণ - ঘুম



মরণ - ঘুম




আজন্মের ঘুম নামুক দুচোখে আমার
ঘুম - ঘুম - 
আমার ক্লান্তি দূর করো
দীর্ঘদিনের অবসাদ শিরায় শিরায়
মন - 
আমার বিষন্নতা হরো
জ্বলে যাওয়া , ছিন্নভিন্ন এ হৃদয়
জীবন পিপাসায় কত না তৃষিত
মননে মননে আমার এ কেমন হাহাকার 
নিরাশার অন্ধকারে জীবন শোষিত
কমে যাক আয়ু  - প্রেমহীন আয়ু
মরনের কামড় পড়ুক এবার 
এসো নেমে ঘুম - মানসী ঘুম
মরনের ঘুম ঘুমাই এবার ।

No comments: