Thursday, August 2, 2018

মহাকাব্য

মহাকাব্য


পর্বত শিখরে পূর্ণিমার চাঁদ
পিচ্ছিল পাথরের পাহাড়
উত্তরন অসম্ভবপ্রায়


রাজপথে জমেছে ফাঙ্গাস
কষ্টসাধ্য এ বেড়াল পার
আরো দূরে –
 বহুদূরে মাইল ফলক


তখন মধ্যরাত
দরজায় করাঘাত
অকস্মাত্ -
জোত্স্নার বন্যা ঢেউ তোলে প্রাঙ্গনে
অঙ্গন শূন্যময়


ঝাউবনে বাতাসের ঢেউ
বাতাসে লবনের স্বাদ
লবন রক্তলাল


ফুসফুসে বিষাদ
ক্লেদাক্ত শ্বাস
জীবন তবু ইউলিসিসের আশা

No comments: