Wednesday, July 18, 2018

অন্যায়

অন্যায়

সন্ধ্যার অন্ধকারে মুখ লুকিয়ে
চুপি চুপি বাসায় ফেরে ক্লান্ত পাখি
বিশীর্ণ চোখের কোন থেকে
ঠিকরে পড়ে আতঙ্ক
ঠোটের কোন ঘেষে 
গড়িয়ে পড়ে কষাটে যন্ত্রনা


সমাজ , তোমায় ধিক্কার দেয় আজ
আকাশের যত নবীন তারার দল
বৃদ্ধ নক্ষত্রগুলি বহুদর্শী 
তাই -
অবকাশের মুহূর্ত কাটে নির্ভূমিকায়


ওদিকে বাসার কোনে
চাঁদের আলো খেলা
সংসারে হাসে মিলিত চোখের ভাষা
পাখির বাসায় নূতন চাঁদের আলো
কুয়াশায় ঢাকা তবু অনিশ্চিত ভবিষ্যত্

No comments: