Friday, July 13, 2018

বিষাক্ত প্রেম



বিষ-ছায়া 



মাটিতে বিষাক্ত দূষণ
ডানা মেলে উড়ে চলে জলীয় বাষ্প ভরা আকাশ
তার ছায়া ঘনায় দুচোঁখ জুড়ে
কবেকার কাঙ্খিত প্রেম
নিমতেতো হয়

মাটিই তো চেয়েছিল সে
ইচ্ছে ছিল ভালোবাসার কুঁড়ি ফুটিয়ে করবে বাগান
অসংখ্য ইচ্ছাকীট গুটিপোকা থেকে
দেখেছিল কিভাবে শুঁয়োপোকা হয়
আশা ছিল - এইবার - প্রজাপতি হবে

মাটিতে বিষ - তাই
হারালো সবুজ - অবুঝ
কী দোষ যে ছিল তার