Sunday, November 3, 2024

কৃষকরানী -- দুলাল চন্দ্র দাস

কৃষকরানী 
দুলাল চন্দ্র দাস
৩/১১/২৪
তখন গ্রীষ্মের গোধুলি বেলা
সূর্য মাঠের শেষে,
কাস্তে হাতে পথের মাঝে
কৃষক রাণীর বেশে।

আঁধারে করবে গ্ৰাস পৃথিবীর
তখনও রাণী  হাঁটে,
কলির অসুর ঝোপের আড়ে
দেখেই রাণী চটে।

ত্রিশুল ছেড়ে কাস্তে ধরে
কৈলাশের দুর্গার রূপ,
বিকট মুর্তি কলির দুর্গার
অসুর হয়না চুপ।

ফুলের মধু করবে পান
অলির বড়  আশা।
জানেনা অসুর কলির দুর্গার
মহাদেব হলো চাষা।

অগ্নি মুর্তি করবে ধারোন
নিশি কালির বেশে,
মারবে অসুর কাস্তে হাতে
অরাজকতার এই দেশে।

No comments: