অতুলনীয়া
সুমন
১৬.০৭.২০২৪
আমার দেখা সেরা মিথ্যুক
আমার ঘরের মা,
জীবনে কখনো একটি কথাও
সত্য বলেন না।
গর্ভে ছটফট করলে সন্তান
মাতৃ গর্বে বাঁচেন,
তীব্র প্রসব যন্ত্রণায় কাতরেও
তৃপ্তির হাসি হাসেন।
সকলের আগে বিছানা ছেড়ে
সবার শেষে ঘুমান,
স্বামী, সন্তানদের খাওয়া হলে
রোজ আধপেটা খান।
স্বামী, শ্বশুর, শাশুড়ি বকলেও
বলেন, ভালো আছি,
হাজার অভাব সমস্যা সামলান
আমরা আদরে বাঁচি।
স্বামী, সন্তানের অসুস্থতা আনে
মায়ের চোখে জল,
সেবায়, যত্নে সারান নিজহাতে
পাশে থেকে অবিচল।
পুত্রবধূর কটুকথা, কটুক্তি শুনে
জানান, বৌমা ভালো,
ছেলেটা আমার দুনিয়ার সেরা
ঘর, সংসারের আলো।
বৃদ্ধাশ্রমে সন্তান রাখলে তাঁকে
বলেন, ভালো থাকিস,
সন্তানের কল্যাণে মশগুল সদা
দু'হাতে করেন আশীষ।
তাইতো সেরার সেরা মিথ্যাবাদী
জগৎ জননী মা,
দশহরা, দশভূজা আমার মায়ের
নেই যে তুলনা।
No comments:
Post a Comment