অমর আমার একুশ
সুখেন্দু ঘোড়ই
২১/২/২০২৪
মিষ্টি ছন্দ বৃষ্টি গন্ধ শুদ্ধ মুগ্ধ ভরসা
মুক্তি শক্তি কৃষ্টি সৃষ্টি বাংলা মোদের মাতৃভাষা ।
বাংলা আমার বুকের ভাষা আমার মায়ের স্নেহ
মরণ বাঁচন জীবন যাপন ভুলিতে পারিনা কেহ ।
এপারে গঙ্গা ওপারে পদ্মা দুই বাংলার টান
নজরুল সুরে মোরা ভাই ভাই হিন্দু- মুসলমান ।
রিক্ত হস্ত সিক্ত করে ভাষার সুধা ধারায়
তীব্র প্রতিবাদের কথায় শত্রু তাহার শক্তি হারায় ।
গভীর দুখে সুখের বাণী শুনি হৃদে কানাকানি
বাংলা আমার মায়ের ছোঁয়া যতই করো হানাহানি ।
সেই ভাষাকে রক্ষার তরে দামাল ছেলেরা বিদ্রোহ করে
শতবাধা উপেক্ষা করে মনে অদম্য সাহস ভরে ।
বাংলা মোদের মাতৃভাষা তাই হবে সে "রাষ্ট্রভাষা"
ফাগুন রাতে দামাল মাতে যতই হোক সর্বনাশা ।
একুশে ফেব্রুয়ারী হয় জোরদারী বাংলা স্বীকৃতি আন্দোলন
অন্ধ বিচারে নির্বিচারে সিপাহী করিল গুলি বর্ষণ ।
কৃষ্ণচূড়া রঙে রাঙিল ভাসিয়া রাস্তা তাজা খুন
করুণ কান্নায় ভোলা নাহি যায় সেই আটই ফাগুন ।
রক্ত বৃষ্টি ঝরিল ধরায় সালাম বরকত নিধনে
রসিক জব্বার সফিক সাথে যায়না দেখা নয়নে ।
জ্বলিল আগুন চোখে মুখে সজন হারা ক্রন্দনে
শহর নগর গ্রাম প্রান্তর ন্যায় অধিকার আন্দোলনে ।
শহীদ তোমায় শ্রদ্ধা জানায় ঢাকা কলকাতা পাশাপাশি
গাহে"আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি" ।।
No comments:
Post a Comment