স্মরণে ফেব্রুয়ারি
শান্তি পদ মাহান্তী
০১/০২/২০২৪
ভুলতে নারি ফেব্রুয়ারি
ভোলা ভারি শক্ত,
কষ্ট ভারি ফেব্রুয়ারি
ভোলা ভায়ের রক্ত।
তোমার টানে অশ্রু আনে
জাগে ব্যথার স্মৃতি,
অনুরাগে সাহস জাগে
ভয়ে পালায় ভীতি।
হৃদয় ভাঙা রক্ত রাঙা
ফেব্রুয়ারি তুমি,
তোমার কথা অমর গাথা
রইবে আবেগ চুমি।
আজ স্মরণে বীর বরণে
আবেগ তুমি ঢালো,
একুশ ভোরে মনের দ্বোরে
চেতন শিখা জ্বালো।
তুমি এলে পাঁপড়ি মেলে
মনের কুসুম কলি,
বুকের তলে জোনাক জ্বলে
আলোর দীপাবলি।
আমরা পারি ফেব্রুয়ারি
বুলেট নিতে বুকে,
আঘাত এলে রক্ত ঢেলে
শত্রুকে দি রুখে।
অশ্রু মায়ের রক্ত ভায়ের
শ্যামল মাটি সিক্ত,
বাংলা জাগে সগৌরবে
স্বমহিমায় দীপ্ত।
No comments:
Post a Comment