Thursday, January 4, 2024

আরন্যক জীবন -- উৎপল অধিকারী

  আরণ্যক জীবন  
  উৎপল অধিকারী 
 ০৩. ০১. ২০২৪  
ক্ষুধা তৃষ্ণা ঘুম অবসাদ বিশ্রাম 
আরণ্যক জীবনে এসবও ছুঁয়ে যায়, 
স্নেহ মমতা ভালবাসার আদিম ছন্দ  
বয়ে চলে ওদের শিরা উপশিরায়।   

ঝড় ঝঞ্ঝা যখন নির্মম উন্মত্ততায়  
কুটির ভাঙে অতি নিষ্ঠুরতায়,  
দুঃসহ ব্যথা সামলে নিতে অরণ্যবাসী 
অবিচল থাকে তবু দৃঢ় ভঙ্গীমায়।   

জীবন বাঁচাতে অরণ্যে অবাধ বিচরণ 
বহু প্রতিকূলতার সাথে তুমুল লড়াই ,  
বিপদের মাঝে গহীন অরণ্য পেরিয়ে  
খাদ্য সংগ্রহে মত্ত ওরা সবাই।     

নতুন সভ্যতার দিনেও শত জনজাতি 
বেঁচে থাকার লড়াইয়ে থাকে ব্যস্ত,  
সবুজ অরণ্য ওদের স্বর্গসম বাসভূমি  
সভ্যতার অশুভ ইশারায় ওরা সন্ত্রস্ত।    

জনজাতির বাস ডুয়ার্সের বন ছায়ায়  
তবুও শুদ্ধ বাতাস পাওয়া মুশকিল, 
অরণ্য ধ্বংসকারী মানুষের হিংস্র থাবা  
বৃক্ষ নিধনে জীবনের হিসেব গড়মিল।   

==========================

No comments: